সবার মানবিক সহায়তায় পারে আশরাফুলকে পড়ালেখায় ফিরিয়ে আনতে
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজির ৮ম সেমিস্টারের শিক্ষার্থী আশরাফুল ইসলাম মজুমদার (২১) সুস্থ্য হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান। সবার মানবিক সহায়তায় পারে আশরাফুলকে পুনরায় পড়ালেখায় ফিরিয়ে আনতে।
টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে আশরাফুলের দুই কানে সমস্যা দেখা দেয়। পরবর্তীতে আশরাফুল আর শুনতে পায় না। এখন আশরাফুলের স্বাভাবিক জীবনে ফিরে আসতে অন্তত ১১ লাখ টাকা লাগবে। তার সাথে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে ৯৬ হাজার টাকা সংগ্রহ করেছে। সমাজের ধনবানিদের মানবিক সহায়তা পেলেই আশরাফুল আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আবার পড়াশোনায় ফিরতে পারবে আশরাফুল।
তার কলেজ বন্ধু আহমেদ বিল্লাল জানান, আমরা অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি। তবে এভাবে অনেক দেরি হয়ে যাচ্ছে। সমাজের অনেক ধনবান মানুষ রয়েছেন, তারা আমাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলে আশরাফুলকে আবারও হাসিখুশি জীবনে ফিরতে দেখতে পাবো।
আশরাফুল ইসলাম মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মো: জসিম উদ্দিন মজুমদারের ছেলে।
তাকে সাহায্য পাঠানোর ঠিকানা : বিকাশ/নগদ: ০১৭৪৬৪৮৭০৫২
ব্যাংক একাউন্ট নাম ও নম্বর: মো: জসিম উদ্দিন মজুমদার , ১০৮৩৪১৯১৯৩৩৯৬, ব্যাংক এশিয়া (এজেন্ট ব্যাংকিং) ।