শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

‘সমস্ত জিম্মি মুক্তি না পাওয়া পর্যন্ত গাজায় হামলা চলবে’

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৮, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি বলেছেন, সমস্ত জিম্মি মুক্তি না পাওয়া পর্যন্ত এই হামলা চলতে থাকবে।

মঙ্গলবার (১৮ মার্চ) আসন্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটার)-এ এক পোস্টে তিনি এ কথা জানান।

ড্যানি ড্যানন লিখেছেন, ‘ইসরাইলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা শুরু করেছে। আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো রকম দয়া দেখাব না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মি বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরাইল থামবে না।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা নিরাপত্তা পরিষদের কাছে স্পষ্ট করে বলব, তারা যদি গাজায় যুদ্ধ বন্ধ করতে চায়, তাহলে তাদের নিশ্চিত করতে হবে যে জিম্মিরা ইসরাইলে ফিরে আসছে। আমরা তাদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে এ পর্যন্ত ২৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন।

ইসরাইল দাবি করেছে, বিমান হামলায় হামাস কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরাইলের সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলনের সিনিয়র ব্যক্তিত্বদের লক্ষ্য করে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে। তাদের বক্তব্য, ‘রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে এবং শিন বেত গাজা উপত্যকা জুড়ে সন্ত্রাসী সংগঠন হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আক্রমণ চালানো হচ্ছে।’

আর পড়তে পারেন