সমাজের উন্নয়নে অশনি সংকেত ‘মাদক’—-চৌদ্দগ্রামে মাদক বিরোধী সমাবেশে বক্তারা
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। এটা বাংলাদেশের উন্নয়নে এক বিশাল অশনি সংকেত। এ অবস্থার জন্য আমরা সকলেই দায়ী। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে রাজনীতিবিদ, পুলিশ, মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক, ওলামা মাশায়েক, সাংবাদিক প্রত্যেকেই একযোগে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে- মাদক বিক্রির টাকা দিয়ে যদি আপনি সন্তান লালন পালন করেন আপনার সন্তানও মাদক সেবনকারী হবে। আসুন আমরা সবাই পরিবার বাঁচাই, দেশ বাঁচাই, মাদককে না বলি।
শুক্রবার বিকেলে ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’- এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া যুব সমাজের উদ্যোগে রহমানীয়া ইবতেদায়ী মাদরাসার সামনে অনুষ্ঠানে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ মানজুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশননের সভাপতি হুমায়ন কবির রনি, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনি, বাংলা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার।
কুমিল্লা মহানগর কলেজ ও ফেণী সিটি কলেজের চেয়ারম্যান সহিদুল ইসলাম জিয়ার সভাপতিত্বে এবং কিং ছুপুয়া যুব সমাজের সভাপতি হাসান মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিবের বাজার বিজিবি ফাঁড়ির ইনচার্জ সুবেদার আমির হোসেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি মাহবুবুর রহমান মিয়াজী, চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।