শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সহজ জয়ে ফাইনালে বার্সেলোনা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৯, ২০২৫
news-image

সহজ জয়ে ফাইনালে বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট:

বার্সেলোনা আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে। দলের হয়ে গোল দুটি করেছেন গাভি ও লামিনে ইয়ামাল।

বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে বার্সেলোনাকে জয় এনে দেন গাভি ও ইয়ামাল।

আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার মধ্যে বিজয়ী দলের বিপক্ষে আগামী রবিবার ফাইনালে খেলবে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন এই দল শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবে।

সেমিফাইনাল ম্যাচের ১৭তম মিনিটে বার্সেলোনা এগিয়ে যায়। পেদ্রির চমৎকার পাস পেয়ে ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে বক্সের ভেতরে বল নিয়ে যান এবং কাট-ব্যাক করেন। ছয় গজ বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে বল জালে পাঠান গাভি।

৫২তম মিনিটে বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করেন লামিনে ইয়ামাল। গাভির পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এই তরুণ ফরোয়ার্ড।

আর পড়তে পারেন