সাকিব-লিটন ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের দল ঘোষণা

সাকিব-লিটন ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের দল ঘোষণা
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে বোলিং নিষেধাজ্ঞার কারণে দলে রাখা হয়নি, ফলে শুধুমাত্র ব্যাটার হিসেবে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল কম। শেষমেশ সেটাই সত্যি হয়ে গেল। সাকিবকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হলো।
অফফর্মের কারণে লিটন দাসও দলে জায়গা পাননি। ওপেনিংয়ের জন্য দলে রাখা হয়েছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম এবং তরুণ পারভেজ হোসেন ইমনকে।
দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল আগেই অবসর গ্রহণ করেছেন, সাকিবও নেই। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ আছেন।
স্পিন বোলিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ থাকবেন। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে তরুণ তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা রয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।