সানরাইজার্সকে ৪২ রানে হারিয়ে শুভ সূচনা করলো কিংস ইলেভেন ছোটরা
ডেস্ক রিপোর্টঃ
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কাউন্সিলর কাপ টি টুয়েন্টি টূর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেলো কিংস ইলেভেন ছোটরা। নির্ধারিত ২০ ওভারের খেলায় প্রতিপক্ষ সানরাইজার্সকে ৪২ রানে হারায়।
রবিবার সকাল ৯ টায় প্রথমে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন ছোটরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪২ রান সংগ্রহ করে। কিংস ইলেভেনের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করে আল ইমরান।
এদিকে ১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে সানরাইজার্স পুরো ২০ ওভার খেলে। ৫ উইকেটে ১০০ রানে গুটিয়ে যায় সানরাইজার্সের ইনিংস।
জয় পেয়ে আনন্দে উদ্বেলিত কিংস ইলেভেন ছোটরা দলের কর্ণধার কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ। তিনি জানান, আমরা ধারাবাহিকভাবে জয়ী হয়ে ফাইনালে যাবো শিরোপা জেতার লক্ষ্য নিয়ে ।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন নাজমুল হক সেলিম ও সালাউদ্দিন আহমেদ সোহেল।