সার্ক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা
![news-image](https://www.ajker-cumilla.com/wp-content/uploads/2024/12/vdsvdbsdfb.jpg)
সার্ক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সার্ক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরই আমি সার্ককে সক্রিয় করার বিষয়ে গুরুত্ব দিয়েছি। ভারত-পাকিস্তানের কিছু ইস্যুর কারণে সার্ক সঠিকভাবে কার্যকর হচ্ছে না।’
বৃহস্পতিবার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন অনকোলজি (এসএফও) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে অংশ নেন ড. ইউনূস।
তিনি বলেন, ‘দুটি দেশের সমস্যার কারণে অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। যদি প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা একত্রিত হন এবং একসঙ্গে ছবি তোলেন, তাহলে বিশ্ববাসীর কাছে একটি শক্তিশালী বার্তা যাবে যে আমরা ঐক্যবদ্ধ। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলবে এবং আমাদের অগ্রগতিতে সহায়তা করবে।’
ড. ইউনূস সার্ক ফেডারেশন অব অঙ্কোলজিস্টসের (এসএফও) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এবিএমএফ করিমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতা উল্লেখ করেন।
এসময় তিনি তার ছোট ভাই, বিশিষ্ট লেখক, সাংবাদিক, সমালোচক এবং টেলিভিশন ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরকে স্মরণ করেন। ভাইয়ের ক্যানসার শনাক্ত ও চিকিৎসার সময় পরিবারের সম্মুখীন হওয়া ভোগান্তির কথা তুলে ধরেন। এসময় ডা. করিম তার ভাইয়ের চিকিৎসায় যেভাবে সাহায্য করেছিলেন তা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
ড. ইউনূস আরও বলেন, ‘ক্যানসার চিকিৎসায় যেসব আধুনিক প্রযুক্তি প্রয়োজন, তা এখনো আমরা পর্যাপ্তভাবে পাইনি। তবে সার্কের উদ্যোগে ক্যানসার চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ অত্যন্ত প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।’
তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানান সার্ককে সক্রিয় করে তোলার জন্য এবং ক্যানসার চিকিৎসায় নতুন মাত্রা যোগ করার জন্য।