সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সুয়াগঞ্জ টি এ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩০, ২০২৫
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ ইফতার ও দোয়ার অনুষ্ঠান হয়।

২৮ই মার্চ, শুক্রবার উক্ত প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত,এই অনুষ্ঠানে এসএসসি ১৯৯৮ থেকে ২০২৪ পর্যন্ত সকল ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান,অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার সহকারী শিক্ষকগণ।

অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, এই ইফতার আয়োজনের উদ্দেশ্য শুধু একত্রিত হওয়া নয়, বরং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জোরদার করা। আমাদের লক্ষ্য হচ্ছে সকল ব্যাচের সমন্বয়ে একটি সুসংগঠিত পরিবার গড়ে তোলা, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে।

এছাড়াও আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার যে উদ্যোগ আমরা নিয়েছি, তা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই এই অ্যাসোসিয়েশন আমাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক যেখানে সিনিয়র-জুনিয়র সবাই একসাথে থেকে পরস্পরের সহযোগিতায় এগিয়ে যাবে।
সর্বোপরি সকল প্রাক্তন শিক্ষার্থীরা আগামী দিনে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে একসাথে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে বিদ্যালয় এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়াও এ অনুষ্ঠানটি সফল করতে সক্রিয়ভাবে সহযোগিতা করায় সকলকে আমার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আশা করি ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন