সুয়াগাজির নাদিম হত্যা মামলার আসামী শান্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যুবলীগ কর্মী নাদিম হত্যা মামলার আসামী শান্তকে (২২) গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
আসামী শান্ত’র দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার উপ পরিদর্শক ফেরদৌস সঙ্গীয় ফোর্স নিয়ে চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে মামলার ২৪ নং আসামী শান্তকে গ্রেফতার করে।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, মামলার পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।
উল্লেখ্য, ২৬ মার্চ সকালে সুয়াগাজী এলাকার রাজনৈতিক আধিপত্যের জেরে স্থানীয় একদল সন্ত্রাসী ভাটপাড়ায় নাদিমের বাড়িতে গিয়ে তাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।