সৌদিআরবে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৯৯ জন: ১ জনের মৃত্যু
সালাহ উদ্দিন সোহেল,সৌদি আরবঃ
সৌদি আরবে করোনা ভাইরাসে আজ নতুন করে আরো ৯৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সাথে মারা গেছেন একজন।এ নিয়ে সর্বমোট মারা গেছেন ৪ জন। মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
সৌদিতে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০৩ জন। ইতিমধ্যে সুস্থ্য হয়ে নিজ বাসায় ফেরত গিয়েছেন ৩৭ জন। আক্রান্ত ৯৯ জনের মধ্যে রাজধানী রিয়াদে ৪১ জন,জেদ্দা ১৮ জন,মক্কা ১২ জন, কাতিফ ১২ জন,মদিনা ৬ জন, তাবুক ৩ জন,খামিচ মুশহেত ৩ জন, আবহায় ১ জন,আল হুফুরে ১ জন,খোবারে ১ জন এবং সিহাতে ১ জন।