সৌদি আরবের মক্কা ও জেদ্দা নগরী লক্ষ্য করে মিসাইল হামলা
ডেস্ক রিপোর্ট :
সৌদি আরবের মক্কা ও জেদ্দা নগরী লক্ষ্য করে ব্যালাস্টিক মিসাইল হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।
তবে সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেসের বিচক্ষণতায় মিসাইলগুলো লক্ষ্যচ্যুত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর আরব নিউজের।
জানা গেছে, ইরানি মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবে ২টি ব্যালাস্টিক মিসাইল ছুঁড়লে একটি জেদ্দার রেড সি পোর্টের কাছে, মক্কাভিমুখী অপর মিসাইলটি মক্কার ৫০ কিলোমিটার দূরে তায়েফে ভূপাতিত করে সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেস।
তবে এ বিষয়ে সৌদি আরব রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।