সৌদি আরবে কমিয়ে দেয়া হয়েছে জ্বালানী তেলের মূল্য

সালাহ উদ্দিন সোহেল, সৌদি আরবঃ
আন্তজাতিক বাজারের সাথে মিল রেখে কমিয়ে দেয়া হয়েছে সকল ধরনের জ্বালানী তেল অকটেন, পেট্রোলের দাম।
সৌদি আরবের জ্বালানী মন্ত্রনালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।
সৌদি আরবে আজ থেকে জালানি তেলের মূল্য গত মাসের তুলনায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। প্রতি লিটার ৯১ অকটেনের দাম .৬৭ হালালা এবং প্রতি লিটার ৯৫ অকটেনের দাম .৮৬ হালালা। যা গতকাল পর্যন্ত ছিল যথাক্রমে ৯১অকটেন ১.১৩ ও ৯৫ অকটেন ১.৪৭ রিয়াল পার লিটার।