সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কালোনির অধীনে আগামী বছরের কোপাটা জিততে চান মেসি,

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৫, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

‘ফিফা বেস্ট’ পুরস্কার জিতে ষষ্ঠবারের মতো বিশ্বসেরা হলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বিশ্বসেরা ফুটবলারের খেতাব পুনরুদ্ধার করেই ফিফা ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। যে সাক্ষাৎকারে আর দশটা বিষয়ের সঙ্গে উঠে এসেছে আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনির প্রসঙ্গটাও।

স্কালোনিকে নিয়ে যথেষ্ট সন্তুষ্ট আর্জেন্টিনা অধিনায়ক। মেসি মনে করেন, স্কালোনি এমন একজন কোচ যার নিজের কাজ সম্পর্কে ধারণা একদম পরিষ্কার। কী করবে না করবে সে ভালো করেই জানে। কীভাবে ফলাফল বের করে আনতে হয় সেটা সে জানে।

গত বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনার দায়িত্বে স্কালোনি। প্রথমে একটু নড়বড়ে মনে হয়েছিল বটে, কিন্তু ধীরে ধীরে নিজের যোগ্যতা প্রমাণ করছেন কোচ হিসেবে। গত কোপা আমেরিকায় দলকে তুলেছিলেন সেমিফাইনালে। ব্রাজিলের কাছে হেরে না গেলে হয়তো ছাব্বিশ বছরের শিরোপা খরা ঘোচাতে পারত আর্জেন্টিনা! কিন্তু শিরোপা না জিতলেও তাঁর কোচিং মেসির ভালোই লেগেছে।
মেসির চোখে কোপা জেতাতে না পারলেও তাঁর সম্মান এতটুকু কমে যায়নি। তাঁর কোচিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন এই তারকা। স্কালোনিকে পূর্ণ মেয়াদে কোচ বানানোর সিদ্ধান্তের সমর্থন দিয়েছেন তিনি, ‘ওর কোচিং বুঝতেও সুবিধা। সে তার কাজ বেশ ভালোভাবে করতে পারে। সে জানে, কীভাবে খেলোয়াড়দের সামলাতে হয়। আমার মনে হয় তাঁকে পূর্ণাঙ্গ কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটা যথার্থ। এই দলের সঙ্গে কী করতে হবে না করতে হবে তার জন্য ওর সময় দরকার। পূর্ণাঙ্গ নিয়োগের ফলে এই সময়টা সে পাবে।’

স্কালোনির অধীনে আগামী বছরের কোপাটা জিততে চান মেসি, আর্জেন্টিনার জার্সি গায়ে, ‘আমি এবারের কোপা নিয়ে অনেক উচ্ছ্বসিত। আমাদের সামনে আরেকটা কোপা জেতার সম্ভাবনা তৈরি হয়েছে। সে সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য আমি বদ্ধপরিকর।’

বয়স হয়ে গিয়েছে ৩২। অধিকাংশ খেলোয়াড় যেখানে এই বয়সে এসে অবসরের চিন্তা করা শুরু করে দেন সেখানে মেসি অনায়াসে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার বাগিয়ে চলেছেন। তবে যত যাই হোক না কেন, একদিন না একদিন তো এই খেলোয়াড়ি জীবনকে থামাতেই হবে। নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য নিজের বুটজোড়া তুলে রাখতেই হবে। তখন কী করবেন মেসি? অবসরের পর কোচিং করানোর কোনো ইচ্ছে আছে তার? মেসি এখন কোনো সম্ভাবনা না দেখলেও ভবিষ্যতের কথা একদম উড়িয়েও দেননি, ‘আমি সব সময়েই বলেছি, কোচ হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তবে ভবিষ্যতে কী হয়, কে বলতে পারে! নতুন খেলোয়াড়দের দেখলেই যে তাদের কিছু শেখাতে ইচ্ছে হয় না, তাদের অনুশীলন করাতে ইচ্ছে হয় না, সেটা বলব না আমি। তবে এখন আসলেই আমি কোচিং নিয়ে চিন্তা করতে চাই না।’

আর পড়তে পারেন