হাইমচরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বাস্তবায়ন সভা অনুষ্ঠিত

বিএম ইসমাইলঃ
সোমবার বিকেল ৫টায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বাস্তবায়ন লক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৫-২৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রদর্শনীতে কলেজ, মাধ্যমিক, মাদরসা, প্রাথমকি, কেজি স্কুলগুলোকে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায়, উপজেলা প্রকৌশলী ইমাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আহসানুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ, হাইমচর কলেজ অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, হাইমচর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম, বাজাপ্তী রমনি মহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নানসহ কমিটির ্উপজেলা পর্যায়ে সদস্যবৃন্দ।