হোমনায় ইফাবার হিফজুল কোরান প্রতিযোগিতা
মো. শাহ আলম, হোমনা ঃ
কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস ইউএনও মকিমা বেগম ও হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো. আবুল কাশেম প্রধান। বক্তব্য রাখেন হোমনা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহামন আবুল, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক আবদুল হক সরকার, ইফাবার ফিল্ড সুপারভাইজার মাওলানা মো. হাবিবুর রহমান, মুফতি সাইদুর রহামান, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা মো. বিল্লাল হোসেন, মাওলানা মো. সফিউল্লাহ প্রমুখ। শেষে হামদ -নাত্, গজল, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ৩০জনকে সনদ ও পুরুস্কার দেওয়া হয়।