১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ছবি: বিবিসি বাংলা
মা ইলিশ রক্ষায় ইলিশের বৈজ্ঞানিক প্রজনন সময় বিবেচনায় নিয়ে, আসন্ন আশ্বিন মাসের পূর্ণিমাকে কেন্দ্র করে সরকার আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
তিনি আরো বলেন, ইলিশ মাছ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক পদ্ধতিতে ইলিশ সংরক্ষণের সময় নির্ধারণ করা হয়, যা পূর্ণিমা ও আমবস্যার সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হয়। আজকের বৈঠকে আমরা ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি।