১৫ ফেব্রুয়ারি কুমিল্লায় কাউন্সিলর কাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আশিকুর রহমান আশিকঃ
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রিকেট পরিষদ আয়োজন করেছে কাউন্সিলর কাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মুজিব শতবর্ষ কাউন্সিলর কাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আরফানুল হক রিফাত।
জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনের সঞ্চালনায় কুমিল্লা ক্রিকেট উপ-পরিষদের সভাপতি সাইফুল আলম রনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নগরীর ২৭ টি ওয়ার্ডের সমন্বয়ে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। আগামী ১৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহা উদ্দিন বাহার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
টুর্নামেন্টে নগরীর বিভিন্ন ওয়ার্ডের ১৩ টি দলকে ৪ টি ভাগে ভাগ করা হয়েছে। ১৬ ফেব্রæয়ারি থেকে মাঠে গড়াবে খেলা এবং ২৬ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ২৮ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।