শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২৪ ঘণ্টার মধ্যে চীনা কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ প্যারাগুয়ের

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০২৪
news-image

২৪ ঘণ্টার মধ্যে চীনা কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ প্যারাগুয়ের

ডেস্ক রিপোর্ট:

প্যারাগুয়ে এক চীনা নিম্নপদস্থ কূটনীতিকের ভিসা বাতিল করে তাকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কূটনীতিক তাইওয়ানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্বিবেচনা করতে আইনপ্রণেতাদের প্ররোচিত করার চেষ্টা করেছেন। এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, চীনা কূটনীতিক শু ওয়েই প্যারাগুয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। এদিকে, তাইওয়ানের দূতাবাসের দাবি, শু ওয়েই প্যারাগুয়ে প্রবেশ করে চীন-তাইওয়ান সম্পর্ক দুর্বল করার চেষ্টা করেছেন।

শু ওয়েইর হস্তক্ষেপের বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে দাবি করা হয়েছে, তিনি ইউনেস্কোর একটি বৈঠকে অংশ নিতে প্যারাগুয়েতে এসে ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্যারাগুয়ের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়ান বাইয়ার্ডি বলেন, “চীনের এই কূটনীতিক একটি ভিন্ন এজেন্ডা নিয়ে এসেছিলেন। তিনি এমন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, যা প্যারাগুয়ের জন্য উপযুক্ত ছিল না।”

রয়টার্স জানিয়েছে, প্যারাগুয়ের কংগ্রেসে শু ওয়েইর বক্তব্য রেকর্ড করা হয়েছে। ওই রেকর্ডে তিনি প্যারাগুয়েকে তাইওয়ানের পরিবর্তে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন।

শু ওয়েই বলেছেন, “চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে আয় বাড়বে, ব্যয় কমবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। আমার সফরের উদ্দেশ্য হলো প্যারাগুয়ের মানচিত্রে পিপল’স রিপাবলিক অব চায়নার স্থান পূরণ করা। চীন ও তাইওয়ানের মধ্যে বাছাই করার সুযোগ নেই।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্যারাগুয়ে দীর্ঘদিন ধরে তাইওয়ানের কূটনৈতিক মিত্র। তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কারণে তারা চীনে শস্য রপ্তানিতে বাধার সম্মুখীন হয়। প্যারাগুয়ে হলো দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ, যেটি তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে।

চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে। তবে তাইওয়ান সরকারের দাবি, তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র তাইওয়ানের জনগণের।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বর্তমানে মিত্র দেশ পালাউ সফরে আছেন। তিনি প্যারাগুয়ের গণতন্ত্রের প্রতি দৃঢ় অবস্থানের প্রশংসা করে বলেছেন, চীনের হুমকি ও প্রলোভন নতুন কোনো বিষয় নয়।

 

আর পড়তে পারেন