শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ যাত্রীদের সৌদি ছাড়ার নির্দেশ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৩, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় চলতি বছরে ওমরাহ পালনের জন্য আগত বিদেশি মুসল্লিদের জন্য সৌদি আরব ত্যাগের সর্বশেষ সময়সীমা ঘোষণা করেছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ ছিল ১৩ এপ্রিল, আর দেশ ছাড়ার শেষ সময় ২৯ এপ্রিল। এ সময়ের পর কোনো ওমরাহ যাত্রী সৌদি আরবে অবস্থান করতে পারবেন না।

এছাড়াও, হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান বা এজেন্সিগুলো যদি কোনো মুসল্লিকে এই সময়সীমার বাইরে থাকার সুযোগ করে দেয়, কিন্তু কর্তৃপক্ষকে তা জানায় না, তাহলে তাদের ১ লাখ সৌদি রিয়াল (প্রায় ২৬ হাজার ৬০০ ডলার) জরিমানা করা হতে পারে।

সৌদি কর্তৃপক্ষ সবাইকে এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে এবং সময়মতো দেশ ত্যাগ করতে অনুরোধ করেছে। কোনো প্রকার ভুল বা গাফিলতির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা ও শাস্তির মুখোমুখি হতে হবে।

সূত্র : সৌদি গেজেট

আর পড়তে পারেন