শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৪০ পয়সার ইয়াবা আমাদের দেশে ২০০ টাকায় বিক্রি হয়: চাঁদপুর পুলিশ সুপার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৮, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির (বিপিএম, পিপিএম) বলেছেন জাতি ও সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে প্রশাসন সহ সমাজের সকলকে দায়িত্ব নিতে হবে। মাদক একটি বিশ্ব সমস্যা।

ইয়াবা, হিরোইন, মাদক হিসেবে ব্যবহৃত হয়, এগুলো কোনটাই আমাদের দেশের না। আমাদের দেশে এর ব্যাপক চাহিদা থাকায় অন্য দেশ থেকে আসে তাই আমাদের মাদক পরিহার করতে হবে। ৪০ পয়সার ইয়াবা আমাদের দেশে ২০০ টাকায় বিক্রি হয়। তাই ইয়াবা কারবারিদের বিরুদ্ধে আমাদের কে স্বোচ্চার হতে হবে। তরুণ সমাজ যেন মাদকে আসক্ত না হয়, সেদিকে প্রশাসনসহ সকলকে খেয়াল রাখতে হবে।

তাই সকলের সহযোগিতা নিয়ে মাদককে নির্মূল করতে হবে। তিনি গত ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সমাবেশে শাহতলী জিলানী চিশতী কলেজ গর্ভনিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল হোসেন রুশদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, ওসি (তদন্ত) হারুনুর রশিদ। শাহতলী জিলানী চিশতী কলেজের প্রভাষক মুরাদ হোসেন খানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ।

এসময় আরো বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ বেলাল হোসাইন, ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক ক্বারী, মহিলা ইউপি সদস্য পিরোজা বেগম। সমাবেশের শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন শাহতলী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মোঃ সাইদুল ইসলাম। এরপর প্রধান অতিথি পুলিশ সুপারকে অনুষ্ঠানের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি পুলিশিং ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদ্রাসার মোহাদ্দেস মাওঃ মোঃ আক্তার হোসাইন, প্রভাষক মাওঃ মহিউদ্দিন, মাওঃ এমদাদ উল্লাহ, মাওঃ হেলাল উদ্দিন শিক্ষক শরীফ মোঃ মোস্তফা খান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য সফিক ক্বারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুর রব মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মনির চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাশেম ক্বারী, যুগ্ম আহবায়ক রুবেল ক্বারী, চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক সাহার আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার সুধিজন।

আর পড়তে পারেন