৭৪ কোটি টাকায় বিক্রি হলো একটি কলা
৭৪ কোটি টাকায় বিক্রি হলো একটি কলা
একটি কলা আপনি কত টাকায় কিনবেন? ১০-২০ বা সর্বোচ্চ ৫০ টাকায়। তবে এবার একটি কলা নিলামে বিক্রি হয়েছে ৭৪ কোটি টাকারও বেশি দামে! এমন একটি ঘটনা দেখে আপনার চোখ ছানাবড়া হতে পারে। বুধবার এই ঘটনা ঘটেছে। বিশেষ সেই কলাটি কিনেছেন চীনের ক্রিপ্টোকারেন্সির প্রতিষ্ঠাতা জাস্টিন সান।
এই কলাটির এত দামের পেছনে রয়েছে শিল্পের এক অনন্য বিষয়। কলাটিকে দেয়ালে টেপ দিয়ে আটকিয়ে সেটিকে একটি শিল্পকর্ম হিসেবে উপস্থাপন করা হয়েছে। ২০১৯ সালে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান তার এই শিল্পকর্মটি ‘কমেডিয়ান’ নাম দিয়ে সবার সামনে তুলে ধরেন।
সেবার তার এই কলার শিল্পকর্মটি দেখার জন্য মায়ামি আর্ট বাসেলে জনসমাগম হয়েছিল বিশাল। এমন ভিড় হয়েছিল যে জনসাধারণের নিরাপত্তা রক্ষার্থে এবং প্রদর্শনীতে থাকা অন্যান্য শিল্পকর্মগুলোকে সুরক্ষিত রাখার জন্য প্রদর্শনীটি নামিয়ে দিতে হয়।
এখন সেই শিল্পকর্মটি নিলামে তোলা হয়। নিউইয়র্কের সোথবি’সে নিলামের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৮ লাখ ডলার, কিন্তু শেষ পর্যন্ত এটি ৬.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়। যদিও নিলামের আগে ধারণা করা হচ্ছিল, এটি সর্বোচ্চ ১.৫ মিলিয়ন ডলারে বিক্রি হবে।
কলাটি নিলামে কিনলেও, যেহেতু এটি পচনশীল, তাই পচে গেলে তার প্রতিস্থাপন করার দায়িত্ব ক্রেতার হবে, বলেছে সোথবি’স। তারা আরও জানিয়েছে, ‘এটি শুধু একটি আর্টওয়ার্ক নয়। এটি একটি সাংস্কৃতিক ঘটনার প্রতিনিধিত্ব করে, যা শিল্প, মেমস এবং ক্রিপ্টোকারেন্সি সম্প্রদায়ের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি করেছে। আমি বিশ্বাস করি, এটি ভবিষ্যতে আরও চিন্তা ও আলোচনার সৃষ্টি করবে এবং ইতিহাসের অংশ হয়ে উঠবে।’
শিল্পী মাউরিজিও ক্যাটেলান বরাবরই সাহসী কাজের জন্য পরিচিত। এর আগে তিনি একটি সোনার টয়লেট এবং একটি উল্কা দ্বারা আঘাত করা পোপের ভাস্কর্যও তৈরি করেছিলেন।