৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড পেলেন নয়্যার!
৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড পেলেন নয়্যার!
পেশাদার ফুটবলে এখন পর্যন্ত ৮৬৬টি ম্যাচ খেলা জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়েল নয়্যারের জন্য একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন তিনি। জার্মান কাপে শেষ ষোলোর লড়াইয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ৩৮ বছর বয়সী এই গোলকিপারকে।
ম্যাচে নয়্যারের ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ছিল বায়ার লেভারকুসেন। ঘটনা ঘটে ম্যাচের শুরুর দিকে। ১৮ মিনিটে বক্স ছেড়ে বের হয়ে প্রতিপক্ষকে রুখে দেওয়ার জন্য এগিয়ে যান নয়্যার। তখনই ঘটে অঘটন।
প্রতিপক্ষ ডিফেন্ডার জেরেমি ফ্রিম্পংকে রুখতে গিয়ে তাকে আঘাত করেন নয়্যার। এই বাজে ফাউলের কারণে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।
এটি ছিল ক্যারিয়ারে প্রথমবার সরাসরি লাল কার্ড পাওয়া নয়্যারের জন্য। এর আগে ২৩ বার হলুদ কার্ড দেখলেও এমন অভিজ্ঞতা হয়নি তার। এই ঘটনায় বিব্রত হয়ে মাঠ ছাড়ার সময় অনুতপ্ত ছিলেন তিনি এবং কোচকে ইঙ্গিত দিয়ে তার দুঃখ প্রকাশ করেন।
অবিশ্বাস্যভাবে, এই ঘটনার পর বায়ার্ন মিউনিখ হেরে যায়। লেভারকুসেন ১-০ গোলে জিতে ২০ বারের জার্মান কাপ জয়ী বায়ার্নকে পরাজিত করে।