রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিধানের পাতায় ‘পেলে’র নাম

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৮, ২০২৩
news-image

 

‘পেলে’ শব্দের অর্থ এখন সেরা। এটি একটি বিশেষণ। ব্রাজিলে পর্তুগিজ ভাষায় প্রকাশিত একটি অভিধানে ফুটবলের রাজা প্রয়াত পেলের নামটিকে এই মর্যাদা দেওয়া হয়েছে। ওই অভিধানে শব্দ রয়েছে এক লাখ ৬৭ হাজারেরও বেশি। বিশ্বে পর্তুগিজ ভাষাভাষি মানুষের সংখ্যা ২৬৫ মিলিয়ন। ‘পেলে’ শব্দের অর্থ এখন থেকে তাদের কাছে ‘অসাধারণ’ বলে গণ্য হবে।

অভিধানে নতুন সংযোজিত ‘পেলে’ শব্দের অর্থ আরও আছে। যেমন- ‘ব্যতিক্রমী, অতুলনীয় ও অনন্য।’ মাইকেলিস নামে ওই পর্তুগিজ অভিধানের অনলাইন সংস্করণে বলা হয়েছে, ‘উদাহরণ হিসাবে পেলে নামের মাহাত্ম্য বোঝাতে এমন বাক্য লেখা যায়-‘তিনি বাস্কেটবলের পেলে’ কিংবা ‘এই অভিনেত্রী ব্রাজিলীয় নাটকের পেলে।’

গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনবার বিশ্বকাপজয়ী ‘দ্য কিং অব ফুটবল’ পেলে। দুই দশকেরও বেশি সময় ধরে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ১,২৮১ গোল করেছিলেন পেলে, যা একটি বিশ্বরেকর্ড।

আর পড়তে পারেন