শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১৭ বছরের কারাদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৪, ২০২৩
news-image

নোয়াখালী প্রতিনিধি :
অস্ত্র মামলায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়রম্যানকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দন্ডপ্রাপ্ত মো. কামাল হোসেন বেগমগঞ্জের ১২নং কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের হাজী বজলুর রহমানের ছেলে।

গতকাল সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মাসফিকুল হক এ রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, আসামি কামাল হোসেনকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আর পড়তে পারেন