শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইপিএল সম্প্রচার করা হবে না পাকিস্তানেও

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২১, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্ক :

গত ১৪ ফেব্রুয়ারি ভারতের কাশ্মীর পুলওয়ামা হামলার কারনে ভারত, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেয়। এখন সেই পথেই হাটছে পাকিস্তানও। আগামী শনিবার থেকে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর। পাকিস্তানেও আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই বিষটি নিশ্চিত করেছেন সে দেশের তথ্য এবং যোগাযোগ মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

তিনি বলেন, ‘আমরা সকলেই জানি পিএসএল চলাকালীন সময় দেশটির সরকার কি করেছিল। তারা পিএসএলের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল তাদের দেশে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পাকিস্তানেও আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার। এটাই সঠিক সিদ্ধান্ত বলে আমরা বিশ্বাস করছি।’

পাকিস্তান সরকার চেয়েছিল ক্রিকেটের সাথে রাজনীতি না মেশাতে। কিন্তু ভারতীয় সরকারের আগের সিদ্ধান্তের উপর ভিত্তি করে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ২৩ তারিখ পর্দা উঠবে আইপিএলের ১২তম আসরের। উদ্বোধনী দিন বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

আর পড়তে পারেন