আউয়াল খান সহ ৮ ছাত্রনেতার মুক্তির দাবিতে দেবিদ্বারে প্রতিবাদ মিছিল

জামাল উদ্দিন দুলাল/সোহরাব হোসেন:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানসহ ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান সিকদার, উপজেলা বিএনপি নেতা মঞ্জু পাঠান, মোঃ সাইফুল আলম, মোঃ জসিম উদ্দিন, সাইদুল হক সাইদ, পৌর বিএনপি নেতা কামাল হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহম্মেদ সাজু, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার, সাইফুল ইসলাম মুছা, সালাউদ্দিন আহমেদ তাজ, মোঃ আবু হানিফ, আলমঙ্গীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানসহ ছাত্রদলের ৮ নেতাকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গত রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।