শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী মাস থেকে খুলে দেওয়া হবে কুমিল্লার সকল পর্যটন কেন্দ্র

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৫, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে আগামী মাসের এক তারিখ থেকে খুলে দেয়া হবে সকল পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্তে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলার সকল পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, পার্ক, কমিউনিটি সেন্টার খোলা হবে। সেক্ষেত্রে অবশ্যই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে হবে। আগত দর্শনার্থীদের সংশ্লিষ্টরা অবশ্যই মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করবে।

সভা শেষে জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর জানান, বিনোদন কেন্দ্র ও পার্কসহ জনসমাগম স্থানে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কি না সে বিষয়ে জেলা প্রশাসনের মনিটরিং টিম কাজ করবে।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমানসহ জেলা প্রশাসনের আরও উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

আর পড়তে পারেন