আপা দাই গেছে; জইস্যার মাথা পাডাই দিছি
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিমের (দোলা) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা একটার দিকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
সামিরা আজিমের পক্ষের দাবি, হামলায় অন্তত ৩০ জন নেতা–কর্মী আহত হয়েছেন।
এই দিকে উক্ত আসনে মনোনয়ন পাওয়া আবুল কালামের অনুসারী লাকসাম উপজেলার ছাত্রদলের ফেসবুক ম্যাসেজিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যাতে প্রকাশ্যে স্বীকার করা হয়েছে এটা পরিকল্পিত।
হুবহু তুলে ধরা হলো আজকে কুমিল্লার পাঠকদের জন্যে :
নবাব: পার্টি অফিসে যাওয়ার জন্য বলছে সুজন দাদা এখন
ইশরাক নাবিল: আপা দাই গেছে; জইস্যার মাথা পাঠাই দিছি
জানা যায়, ইশরাক নাবিল আবুল কালামের অনুসারী ।
ইসরাক নাবিল ৮ নং লাকসাম পূর্ব ইউনিয়ন ছাত্রদল নেতা। নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ছাত্র।
সামিরা আজিমের উপর হামলার কথা উক্ত ম্যাসেজ গ্রুপে স্বীকার করেন এই নাবিল।
সামিরা আজিম কুমিল্লা-৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ার-উল আজিমের কন্যা। গত ৩০ মে আনোয়ার-উল আজিম মারা যান। এর কিছুদিন পর রাজনীতিতে সক্রিয় হন সামিরা।









