বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নিয়ম মেনে চাঁদপুরের মসজিদগুলোতে জুমার নামাজ আদায়

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১০, ২০২০
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনাভাইরাস আতঙ্কে চাঁদপুরে দূরুত্ব মেনেই মসজিদে জুমার নামাজ আদায় করা হয়েছে। ফলে মসজিদগুলো মুসল্লিদের উপস্থিতি একেবারে ছিলো না বললেই চলে। কয়েকটি মসজিদে কিছু পরিমাণ মুসল্লি গেলেও দূরুত্ব মেনেই নামাজ আদায় করেন তারা। আবার কোনো কোনো মসজিদের মুসল্লির উপস্থিতি কম হলেও পাশাপাশি বসে নামাজ আদায় করতেও দেখা গেছে। তবে সরকারের নির্দেশনা মেনে বাড়িতেই নামাজ আদায় করেন অধিকাংশ মুসল্লি।

করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশনা অনুযায়ী জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন উপস্থিত থেকে মসজিদে নামাজ আদায়ের সীমাবদ্ধতা বেধে দেওয়া হয়। তবে সেই সিদ্ধান্ত মেনে শুক্রবার (১০ এপ্রিল) চাঁদপুরের ধর্মপ্রাণ মুসল্লিরা করোনাভাইরাস প্রতিরোধে বাড়িতেই নামাজ আদায় করছেন। তবে জুমার নামাজ মসজিদে গিয়ে পড়তে কিছু কিছু মসজিদে অল্প সংখ্যাক মুসল্লি দেখা গেলেও দূরুত্ব মানতেও দেখা যায়।

আবার কোনো মসজিদের মুসল্লি সংখ্যা কম হলেও দূরুত্ব মানতে দেখা যায়নি। জেলার অধিকাংশ মসজিদে ১০ জন নিয়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। বেশ কয়েকটি মসজিদ ঘুরে দেখা যায়, অনেকে নামাজ পড়ার জন্য আজান শোনার সাথে সাথেই মসজিদের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু মসজিদের প্রধান ফটকে গিয়ে তালা দেখতে পান। জুমার খুতবা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার পরও গেট না খোলায় তারা বাসায় চলে যান। এসময় ধর্মপ্রাণ মুসল্লিদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ছাড়া অন্য সব মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে নির্দেশ দেওয়া যাচ্ছে। জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া যাচ্ছে। সজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচ জন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লি মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না।

আর পড়তে পারেন