শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২০, ২০২২
news-image

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ শাওন ওরফে রাহাদ (৮) একই এলাকার মো. নুরুদ্দিন লিটনের ছেলে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি এলাকার সিরাজ কোম্পানীর বাড়িতে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মহিউদ্দিন টিটু। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন,নিহত শাওন কিছু দিন নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরের দেড়টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সিরাজ কোম্পানীর বাড়ির আবু তাহের খোকনের ঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করছিল তার স্ত্রী। চুলায় রান্না রেখে পরিবারের লোকজন পুকুরে গোসল করতে যায়। এ সময় আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় ঘরে ঘুমিয়ে থাকা প্রতিবন্ধী শিশুর কথা ভুলে যায় পরিবারের সদস্যরা। এতে ঘরে থাকা শিশু আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তখন ঘরে থাকা শিশুটি দগ্ধ হয়ে মারা যায়।

আর পড়তে পারেন