বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারো নিজেদের বাসের চাপায় কুবি শিক্ষার্থী

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১০, ২০১৮
news-image

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত বি.আর.টি.সি বাসের চাকায় চাপা পড়ে ক্যাম্পাস অভ্যন্তরেই আবারও গুরুতর আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চালকদের বেপোরোয়া ড্রাইভিং এবং প্রশাসনকেই দায়ী করছে শিক্ষাথীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মাঠ থেকে ঘুরিয়ে  সড়কে উঠার সময় বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত বিআরটিসি (ঢাকা মেট্রো গ-১১-৫৫২২) বাস ধাক্কা দেয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহামুদুল হাসানকে। এ সময় মাহামুদুল মাঠে পড়ে যায়। এ দৃশ্য প্রত্যক্ষ করার পরেও বাস চালক কোন কিছু তোয়াক্কা না করে মাহমুদুলের পায়ের উপর দিয়ে বাস চালিয়ে নেয়। এতে মাহমুদুল পায়ের বেশ কয়েক অংশে কেটে যায় প্রচুর রক্ত ক্ষরণ হতে থাকে। মাহমুদুলের চিৎকারের আওয়াজ শুনে আশে পাশে থাকা শিক্ষার্থীরা তাকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসে। পরে মেডিকেল সেন্টারের কর্তব্যরত ডাক্তাররা তার পায়ে ড্রেসিং ও ব্যন্ডেজ করে কুমিল্লা মেডিকেলে হস্তান্তর করে। তারা জানান, মাহমুদুলের ডান পায়ের বেশ কয়েকটি জায়গায় জখম হয়েছে। পা ভেঙ্গে গেছে বলেও আশঙ্কা করা হচ্ছে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভাড়ায় চালিত বিআরটিসি পরিবহনের বাস ও চালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নানা সময়ে বিভিন্ন অভিযোগ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কর্ণপাত করেননি। যার ফলে প্রতিনিয়তই ঘটছে এমন দূর্ঘটনা। এর আগে গত ২৯ মার্চ কুমিল্লা কোটবাড়িতে বি আর টি সি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৪৯৭৬) বাসের চাপায় গুরুতর আহত হয় বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দিন। এছাড়াও বিভিন্ন সময়ে বি আর টি সি পরিহনের ত্রুটিপূর্ণ বাস এবং চালকদের বেপরোয়া গতির কারণে ছোট বড় দূর্ঘটনার শিকার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ পথচারীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব বিষয়ে বিভিন্ন সময়ে অপর্যাপ্ত, ত্রুটিপূর্ণ বাস পরিবর্তন এবং চালকদের বিরুদ্ধে আন্দোলনসহ অভিযোগ করে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোন ধরণের কার্যকরি ব্যবস্থা নেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলে, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাসের সংখ্যা বাড়ানো হচ্ছেনা। বাস সংকটের কারণে জীবনের ঝুঁকি নিয়েই এ পরিত্যক্ত বাসে আমাদের প্রতিদিন চলাচল করতে হয়। এ নিয়ে প্রশাসনকে বিভিন্ন সময়ে বাস বাড়ানো, বাস পরিবর্তন ও দক্ষ চালকের দাবীতে আবেদন করা হলেও আদৌ তার কোন পরিবর্তন হয় নি। তাই আমরা চাই বাস সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান হোক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিবহন কমিটির আহবায়ক কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি এবং এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগও পেয়েছি। উপাচার্য স্যারের সাথে আলোচনা করে এ নিয়ে যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

আর পড়তে পারেন