শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আসছে ১ টেরাবাইটের হাইব্রিড স্মার্টফোন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৩, ২০১৬

নিউজ ডেস্ক: যেখানে ১ টেরাবাইটের ল্যাপটপ-কম্পিউটার বিরল সেখানে বাজারে আসছে ১ টেরাবাইটের স্মার্টফোন! এই অবাস্তব কল্পনাকে বাস্তবে রুপ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান এসার। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ১ টেরাবাইটের স্মার্টফোন ‘লিকুইড জেইড টু’ আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সোমবার এসার তাদের ফ্ল্যাগশিপ লিকুইড জেইড মডেলের পরবর্তী স্মার্টফোনের বিষয়ে বিস্তারিত প্রকাশ করে।Srx2aZGtwHnU

এসার জানায়, সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ ব্যবহারের সুবিধা নিয়ে লিকুইড জেইড টু-তে রয়েছে ২১ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ৫.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লেটি কর্নিং ২.৫ডি গরিলা গ্লাসের তৈরি। ডিসপ্লেটিতে জিরো এয়ার গ্যাপ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে সূর্যালোকেও এটির কনটেন্ট ভালোভাবে দেখা যাবে। এছাড়া স্মার্টফোনটি সরু করতে অন-সেল টাচ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। স্মার্টফোনটির পেছনে ধাতব কাভারটি কিছুটা বাঁকানো, ফলে সহজেই এটি হাতে ধরা যায়। অডিও শোনার ক্ষেত্রেও নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

তবে সবকিছু ছাপিয়ে এর ১ টেরাবাইটের হাইব্রিড সাড়া জাগাচ্ছে সবচেয়ে বেশি। মূলত স্মার্টফোনটিতে ইন্টারন্যাল মেমরি থাকছে ৩২ গিগাবাইট। এছাড়া ব্যবহারকারী সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন, যা ইন্টারন্যাল মেমরির মতোই ব্যবহার করা যাবে। ব্যবহারকারী এই হাইব্রিড মেমরিতে অ্যাপস ইনস্টল, মিউজিক ও ভিডিও সংরক্ষণসহ সাধারণ মেমরি যেভাবে ব্যবহার করা যায় তেমন সুবিধা পাবেন। তবে কবে নাগাদ এটি বাজারে আসবে বা দাম কেমন হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানায়নি এসার।

আর পড়তে পারেন