ইউনিটি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা গ্লাডিয়েটরস
ইউনিটি ফাউন্ডেশন-এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে দ্বিতীয় ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা গ্লাডিয়েটরস। ১৯ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে কুমিল্লা কিংসকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন কুমিল্লা গ্লাডিয়েটরস।


পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মো: ওমর ফারুক মজুমদার। এই টুর্ণামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করে।
এই টুর্ণামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লা গ্লাডিয়েটরস টিমের রাজু, সেরা বোলার নির্বাচিত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইঞ্জি: শাখাওয়াত, সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন কুমিল্লা কিংস টিমের অধিনায়ক কাজী সাইফুল, ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন কুমিল্লা গ্লাডিয়েটরস টিমের রাজু। এছাড়া এই টুর্ণামেন্টে তৃতীয় সেরা দল নির্বাচিত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চতুর্থ সেরা দল নির্বাচিত হয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্স। টুর্ণামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ ও সাংবাদিক ইয়াছিন।


১৯ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ মাঠে সকাল ৭ টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ফাইটার্স ও কুমিল্লা কিংস। কাজী সাইফুলের কুমিল্লা কিংস প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৯ রান করেন। দলের পক্ষে শাহাদাত ৩৫ রান, আলমগীর ১ রান, রাজিব অপরাজিত ৪৪ রান ও ইরফান অপরাজিত ১২ রান করেন। কুমিল্লা ফাইটার্স এর পক্ষে নাহিদ একটি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ছোটনের কুমিল্লা ফাইটার্স ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান করেন। ফলে ১৩ রানে জয় তুলে নেন কুমিল্লা কিংস। দলের পক্ষে কামরুল হোসেন সোহেল ২৫ রান, ছোটন ১০ রান, আশিক নবী ৭ রান, নাহিদ নেওয়াজ ৯ রান, কামরুল ২১ রান করেন। কুমিল্লা কিংসের পক্ষে কাজী সাইফুল ২ টি উইকেট পান, মুন্না ও রাজিব একটি করে উইকেট পান। কুমিল্লা কিংসের রাজিব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।


দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩ উইকেটে কুমিল্লা ওয়ারিয়র্সকে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে কার্তিক চান্দার কুমিল্লা ওয়ারিয়র্স ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৮ রান করেন। দলের পক্ষে কার্তিক চান্দা ৮ রান, বশির ৪২ রান, মাছুম ১৯ রান, এম এ বাশার ১১ রান, মোজাম্মেল ২ রান, মিলান অপরাজিত ৬ রান, শাহ ইমরান অপরাজিত ১ রান করেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের পক্ষে মাহমুদুল ২টি, ইঞ্জি: শাখাওয়াত ২টি, নাসির একটি উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে নাসির ৭টি ছক্কা, ৩টি চারের সাহায্যে ৫৬ রান করেন। এছাড়া ইঞ্জি: শাখাওয়াত ২ রান, কৃষ দেব ৮ রান, সানাউল সোহাড় ৩ রান, মাহমুদুল ১ রান, বুলবুল ১১ রান, নুরুদ্দিন ২ রান ও আলমগীর ১ রান করেন। কুমিল্লা ওয়ারিয়র্স এর পক্ষে বশির ৪টি, এম এ বাশার দুটি ও মাষ্টার রিপন একটি উইকেট পান। এ ম্যাচে নাসির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।


দিনের তৃতীয় ম্যাচে কুমিল্লা গ্লাডিয়েটর্স ৭ উইকেটে কুমিল্লা টাইটান্সকে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা টাইটান্স ৫ উইকেট হারিয়েছে ৮৯ রান করেন। কুমিল্লা টাইটান্সের পক্ষে নাভিন ৩৪ রান, মামুন আব্দুল্লাহ ৭ রান, ফরহাদ ২ রান, কুদ্দুস গোলদার ৫ রান, বেলাল ৯ রান, আর্মি আনিস ৪ রান ও ফারুক ২ রান করেন। কুমিল্লা গ্লাডিয়েটর্স এর পক্ষে রাজু ও আনোয়ার একটি করে, ফারুকু দুইটি উইকেট পান। জবাবে বৗাট করতে নেমে কুমিল্লা গ্লাডিয়েটর্স ৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। কুমিল্লা গ্লাডিয়েটর্স এর পক্ষে কামরুল ১৩ রান, রাজু অপরাজিত ৪০ রান, রবি ৭ রান, আনোয়ার অপরাজিত ২৫ রান করেন। কুমিল্লা টাইটান্সের পক্ষে ফারুক একটি উইকেট পান। নাভিন দুটি রান আউট করেন। এ ম্যাচে রাজু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।


গ্রুপ পর্বের খেলা শেষে রানরেটে এগিয়ে থেকে সরাসরি ফাইনালে পৌছে যান কুমিল্লা গ্লাডিয়েটরস। অপরদিকে ফাইনালে যাওয়ার লক্ষ্যে দিনের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৫ রানে হারিয়ে ফাইনালে যান কুমিল্লা কিংস। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা কিংস ৭ উইকেট হারিয়ে ১০৮ রান করেন। দলের পক্ষে আলমগীর কবির ৮ রান, শাহাদাত ৩২ রান, রাজিব ৬ রান, ইরফান ২ রান, বশির ১১ রান, সাইফুল ৬ রান ও জুয়েল ১ রান করেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর পক্ষে ইঞ্জি: শাখাওয়াত ৪টি, সানাউল ৩টি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা কিংস ৭ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সানাউল ৯ রান, শাখাওয়াত ২ রান, বুলবুল ১২ রান, নাসির ১৯ রান, কৃষ ৬ রান, ৯ রান ও আফসার ৫ রান করেন। কুমিল্লা কিংসের পক্ষে বশির দুটি, মুন্না দুটি, সাইফুর ও রাজিব একটি করে উইকেট পান। এ ম্যাচে বশির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

বিকেলে ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা কিংস ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান করেন। দলের পক্ষে রাজিব ১ রান, বশির অপরাজিত ৩৬ রান ও ইরফান অপরাজিত ৫৬ রান করেন। ইরফান ৮টি ছক্কা হাকান। কুমিল্লা গ্লাডিয়েটরস এর পক্ষে রাজু দুটি ও ফারুক একটি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা গ্লাডিয়েটরস এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে রাজু ১১টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে অপরাজিত ৮৩ রান করেন। এছাড়া কামরুল ২৩ রান, রবি ২ রান করেন। ফাইনালে অপরাজিত ৮৩ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কুমিল্লা গ্লাডিয়েটরস টিমের রাজু।











