রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইরফানকে বাঁচাতে মানুষের দুয়ারে দুয়ারে কুবির ১৪ তম ব্যাচ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৬, ২০২৪
news-image

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইরফানুল্লাহকে বাঁচাতে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীরা।

‘প্রজেক্ট : ইরফানের জীবন’ নামক একটি ক্যাম্পেইন করে ইরফানের জন্য টাকা সংগ্রহ করছে তারা।

গতবছর নভেম্বর মাসের ৯ তারিখ (কুবি) টিউশন থেকে বাসায় ফেরার পথে ঢাকাগামী তিশা পরিবহনের ( ঢাকা মেট্রো ব-১৫-১৬৪৮) ধাক্কায় মারাত্মক আহত হয় তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, দূর্ঘটনার আজ তিন মাস অতিক্রম হলেও ইরফানুল্লাহর শারীরিক অবস্থার তেমন একটা পরিবর্তন হয়নি। টানা তিনমাস আইসিইউতে রাখার পর গত ১০ ফেব্রুয়ারি কেবিনে স্থানান্তর করা হয়। তবে জ্ঞান না ফেরার কারণে কাউকে চিনতে পারতেছে না তিনি। এমনকি শরীরের নিচের পঁচা অংশ শুকায়নি।

ডিপার্টমেন্টের সূত্রে জানা যায়, এখন পর্যন্ত আইসিইউ এর বিল ছাড়া পরিবার ২৩ লক্ষ টাকা খরচ করেছে । আইসিইউ এর বিল প্রায় ২৭ লক্ষ টাকা। যার উল্লেখযোগ্য অংশ এখনো অপরিশোধিত। প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার টাকা খরচ হচ্ছে।

১৪ তম আর্বতনের শিক্ষার্থীরা জানান, ইরফান আমাদের বন্ধু, ভাই, আমাদের অনেকের সাথে হয়তো দেখা হয় নাই, কিন্তু আমাদের হৃদয় একসাথে। আমরা ইরফান কে বাঁচাতে সর্বস্তরের মানুষ দুয়ারে দুয়ারে যাচ্ছি।
আমরা চাই আমাদের বন্ধু আবারও আমাদের মাঝে ফিরে আসুক, আমরা স্বপ্ন দেখি ইরফান আমাদের সাথে গল্প করবে, আড্ডা দিবে। এখন তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমরাও তার পরিবার। তাই আমরা চেষ্টা করছি কিছু করার।

ইরফানের বড় ভাই মুহিবুল্লাহ বলেন, প্রশাসন, ডিপার্টমেন্ট, সংগঠন আমাদের যে সাহায্য করেছে। তা দিয়ে চিকিৎসার সামান্য কাজ শেষ হয়েছে। এখনোও সাতাশ লক্ষ টাকা বাকি রয়েছে। সামনে কত টাকা লাগে জানি না। আমরা এখন নিঃস্ব। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন।

সাহায্যের জন্য
Islami Bank Bangladesh Limited.
A/C No: 20501210208197200
Muradul Mustakim
Cumilla Branch.

Agrani Bank.
A/C No: 0200021604843
Md. Muhsin Jamil
BandorBazar, Sylhet Branch

01870608274 (Nagad)
01865201794 (Bkash)
01531569476 (Bkash & Nagad)
01622999694 (Rocket)
01571132847 (Bkash)

আর পড়তে পারেন