শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কুবিতে র‌্যালি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৮, ২০১৯
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি ঃ

“বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ উপলক্ষে র‌্যালি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা বিশ^বিদ্যালয়(কুবি) পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি প্রচার করা হয়। ভাষণ প্রচার শেষে ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ এনামুল হক’র সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বলেন, ‘ঐতিহাসিক এ ভাষণটি ৪৫ বছর ধরে শুনছি। যতবারই শুনি অনুভুতি একইরকম লাগে। এটা একটা ইতিহাস। বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।’

আর পড়তে পারেন