মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতাঃ মনোক্লেশ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৫, ২০২২
news-image

 

এ কে সরকার শাওন:

গভীর রাতে পত্রপাঠে
অন্তর পুড়েছে মমতায়!
প্রতিউত্তর ও তামিলে অক্ষম
ক্ষমিও আপন প্রজ্ঞায়!

পূজনীয় তুমি একান্ত আপন
আমি চির দুর্বিনীত দেহাতি!
তুমি রয়েছো হৃদয়জুড়ে
দূর থেকে দেখি দ্যুতি!

আলিশান তোমার গুলশান
সুসজ্জিত নন্দিত প্রাঙ্গন!
স্বজন সুজনের পদচারণায়
ঝলমলে হোক পার্বণ!

মোদের মাঝে নেই বিবাদ
মিছে ডুবো না ক্লেশে;
সঙসার নামক সংসারটাই
পূর্ণ বিষাক্ত বিদ্বেষে!

ফুলের পাশ কীটের বাস
অমৃতের মাঝেও বিষ;
এই তো সংসার পরিবার
মানতে না পারি অহর্নিশ!

কোন অভাগা ছিঁড়ে তাগা?
সব স্বর্গীয় বাঁধনের কাঙ্গাল!
রাখি রাখায় দু’জনারই দায়
দোঁহে অটুট লয় তাল!

অতি আপন পর হলে
বৈরাগ্য শ্রেয় ভবরঙ্গে;
সে বিসর্জন বড় অর্জন
অশ্রু সজল অপাঙ্গে!

কাব্যগ্রন্থঃ আপন-আভাস
এ কে সরকার শাওন
শাওনাজ, উত্তরখান, ঢাকা!

আর পড়তে পারেন