বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: এই বাংলার রূপ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৩, ২০২২
news-image

রেজাউল করিম(সাকিব):

বর্ষার বৃষ্টি
শরৎ এর কাশফুল
শীতের শিশির
বসন্তের কৃষ্ণছুড়া
আর কুকিলের গান

কল কল চল চল নদী বহমান
মুগ্ধতায় বাংলারপাখির গান

এই যেন পৃথিবীর স্বর্গ রূপে

ঝর্ণার পানি পাথরে বেয়ে চলে
চির সবুজ উচু নিচু পাহাড় বেয়ে

চাঁদের আলোয়
ডাকে ঝিঝি পোকায়
পাতায় পাতায়

জোনাকপোকা মিটিমিটি জ্বলে
যেন মূল্যবান মানিক জ্বলে
এই বাংলার রূপে ।

আর পড়তে পারেন