বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: কাশফুলের চিঠি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২২, ২০২২
news-image

সাইদুল হাসান:

শুভ্র ফুলের সৌন্দর্যের টানে বিমোহিত হও
হেসে খেলে দিন রাত্রি যাপনে ব্যস্ত কাশফুল
ওদের অদৃশ্যমান মুচকি হাসি, মধুর স্বরে ডাক
হৃদয় সিংহাসনে প্রশান্তির রেখা ভেসে বেড়ায়।

সহস্র অভিমান, স্বজন হারানোর তীব্র যন্ত্রণায়
কাতরায় সুন্দরী ফুল, হারিয়ে যেতে হয় নীরব
শব্দের বুক মাড়িয়ে। কেউ শুনে না, জানে না
চাপা কণ্ঠের গায়াবী আওয়াজ- ‘বাঁচতে চাই।’

কেউ কেউ কাশের সংসারে বিচ্ছেদ ঘটায়
জানা কিংবা অজানা শক্তির মোহে জড়িয়ে।
ওরা নিষ্পাপ ; ওদের মেরে সুখ কোথা পান?
আপনার কুৎসিত হাতে ওরা কি শান্তিতে রয়?

অধিক রূপের স্বত্বাধিকারী বাঁচে না বেশিদিন
ওদেরকে সাজতে হয় কান, চুলের পরিধিতে
দুর্দিনের ভয়াবহ চিহ্ন এঁকে রেখেছে পরম যত্নে
স্বজনদের কপালে; ‘তোরা-ও পাবি না রেহায়।’

ওহে মানব-
শপথের সমাবেশে দীপ্ত কণ্ঠে স্লোগান ওঠুক-
‘প্রকৃতিও বাঁচুক তার স্বজনদের মায়াজালে।’

আর পড়তে পারেন