শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: মানি না

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৩, ২০২৩
news-image

ইয়াছিন আরাফাত:

আমি মানি না কোনো মানুষের বানানো আইন- শৃঙ্খলা, বিধি-বিধান, মানি না কোন নিয়ম-কানুন।
বিধি-বিধান, আইন শৃঙ্খলা আছে যত এই মেদেনীর কার্যাবলি আমরা মানবজাতি যা কিছু করি আর বলি, আল্লাহর কোরআন, আল-হাদিস, ইজমা, কিয়াস থেকেই জানুন।

যদি ধরনীর বুকে ওড়াতে চান বিজয়ের নিশান,
আল্লাহর নামে নিজের জীবন উৎসর্গ করে যান।
ভাত খেতে যেমন ক্ষেত থেকে তুলতে হয় ধান,
ইসলাম কে রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ কর নিজের জান।
যাতে রক্ষা পায় ইসলামের মান।

আমি আল্লাহ্ ছাড়া কাউকে করি না কোন ভয়,
এ নিয়ে মনে রাখি না কখনো কোন সংশয়।
আমি করিব আজ দূর্জয়কে জয়
লুকোচুরি খেলা আর নয়।

আমি আল্লাহ্ ছাড়া কাউকে করি না কোন ভয়,
তুমি হওনা যতই ভয়ানক, ভীতিজনক, ভয়ংকর, ভয়াবহ, আসুরিক, ভীম, ভৈরব, জাঁহাবাজ, দুরন্ত, ভীতিশীল, ত্রাসকর, দোর্দন্ড, অঘোর, রোদ্র, নির্দহৃয়।
আল্লাহর কসম,আল্লাহ্ ছাড়া করি না আমি কাউকে ভয়।

আমি মানি না মানুষের বানানো কোনো বাধা,
আমি আল্লাহর ইবাদতে একাগ্র সদা সর্বদা।

আর পড়তে পারেন