রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: এলো বসন্ত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৫, ২০২৩
news-image

মোহাম্মদ খায়রুল আনাম :

নিশুতি রাতের কুহেলিকা শেষে,
এলো বসন্ত বর্ণিল বেশে।
শিহরণ ছড়িয়েছে তনুমনে,
রূপের ছোঁয়া লেগেছে বনে বনে।

তরুশাখে অগণন নব কিশলয়,
আদিগন্ত নিসর্গ যেনো বসন্তময়।
ঈষৎ কুয়াশা ভেজা ভোর,
কেটে গেছে ঘুমের ঘোর।

ইথারে ভাসে বিহগের মিষ্টি গান,
চারিদিকে পুষ্পমঞ্জরি মুকুলের ঘ্রাণ।
জাগ্রত মুখরিত কুসুমকানন,
ফুলে ফুলে অলির মধুর গুঞ্জরন।

আম্রকাননে ক্ষণে ক্ষণে
কোকিলের কুহুতান,
নির্জীব প্রকৃতি তরুলতা
ফিরে পায় নতুন প্রাণ।

রূপ-লাবণ্যের মুগ্ধতা ছড়ায়
রক্তিম কৃষ্ণচূড়া শিমুল পলাশ,
মৃদুমন্দ দখিনা সমীরণ
বয়ে আনে মিষ্টি সুবাস।

হৃদয়ে বসন্ত চেতনায় বসন্ত
বসন্ত জাগ্রত দ্বারে,
ভরে ওঠে প্রিয় স্বদেশ
ফল-ফসল-পুষ্পের সম্ভারে।

বসন্ত শুধু ঋতুরাজ নয়–
বিধাতার সেরা দান,
জীবন হয়ে উঠুক মধুময়
ছড়িয়ে পড়ুক আনন্দ অফুরান!

(কুমিল্লাঃ পহেলা ফাল্গুন,১৪২৯)

আর পড়তে পারেন