মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কাউন্সিলর সোহেল হত্যা মামলার আরো ২ আসামি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৭, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার ৬ নং আসামী মোঃ আশিকুর রহমান রকি (২৯) কে লালমনিরহাটের চন্ডীবাজার থেকে এবং ৭ নং আসামি মোঃ আলম মিয়াকে (৩০) কুমিল্লা সদরের ভারতের সীমান্তবর্তী বড়জালা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে র‌্যাবের একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য যে, ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে নগরীর পাথরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ওই দুজন। কাউন্সিলর সোহেলকে এলোপাতাড়ি ৯টি গুলি করে ঘাতকরা। এতে তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। হামলাকারীদের পিস্তলের ২টি গুলি সোহেলের মাথায়, ২টি বুকে, অন্য ৫টি পেট ও শরীরের বিভিন্ন স্থানে লাগে।

কাউন্সিলর সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নিহত হরিপদ সাহা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং সাহাপাড়া এলাকার বাসিন্দা। তার বুকে ও পেটে গুলি লেগেছিল। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ আরও ৫ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আর পড়তে পারেন