কুমিল্লায় ইমু–ফেসবুক ব্যবহার করে ব্ল্যাকমেইল: সাইবার টিমের অভিযানে যুবক গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় ইমু ও ফেসবুকের মাধ্যমে এক পরিবারকে ব্ল্যাকমেইল ও মোটা অঙ্কের টাকা দাবির ঘটনায় মোঃ সোহানুর রহমান ওরফে ইয়াকুব ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার টিম।
পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর ভিক্টিমের ইমু অ্যাকাউন্টে ‘Accounts Found’ নামের একটি ভুয়া ইমু আইডি থেকে বার্তা পাঠিয়ে জানানো হয়—তার স্বামীর ফেসবুক ও মেসেঞ্জার চেক করতে, নইলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। পরে মেসেঞ্জার চেক করে দেখা যায়, অজ্ঞাত একটি ফেসবুক আইডি থেকে পাঠানো হয়েছে সংবেদনশীল ছবি ও ভিডিও। একই ধরনের কন্টেন্ট ভিকটিমের ইমুতেও পাঠানো হয়।
এরপর অজ্ঞাত প্রতারকরা ওই ছবি–ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছ থেকে ৬ লাখ টাকা দাবি করে। এমনকি স্থানীয় লোকজনকে একটি গ্রুপে যুক্ত করে মানহানিকর ছবি–ভিডিও পাঠিয়ে চাপ সৃষ্টি করতেই থাকে। পরবর্তীতে ‘Wahidul Siam’ নামের আরেকটি ইমু আইডি থেকেও একইভাবে হুমকি ও আপত্তিকর কন্টেন্ট পাঠানো হয়। টাকা আদায়ের উদ্দেশ্যে প্রতারকেরা 1Xbet অনলাইন অ্যাপের একটি অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ডও ভিকটিমকে পাঠায়।
ঘটনার পর জেলা পুলিশের সাইবার টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ভুয়া ফেসবুক ও ইমু অ্যাকাউন্টগুলোর তথ্য সংগ্রহ করে আসামি সোহানুর রহমানকে শনাক্ত করে। পরবর্তীতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তিতাস থানার দক্ষিণ বলরামপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।










