কুমিল্লায় কোটি টাকার ভারতীয় বাজি আটক

কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। আটককৃত বাজির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।
৩০ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার জাহান। তার উপস্থিতিতে ১০ বিজিবির এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযানে অংশ নেয়।
অভিযানে মোট ৪ লাখ ৫৪ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, জব্দকৃত এসব চোরাচালানি মালামাল বিধি মোতাবেক কাস্টমস বিভাগে জমা করা হবে।
বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের টাস্কফোর্স কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তারা দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।