শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করলেন ডা.অঙ্কুর দত্ত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৭, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

“নারী ও ডায়াবেটিস , একটা সুস্থ্য ভবিষ্যতের জন্য আমাদের অধিকার” এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার দিনব্যাপি কুমিল্লার চৌয়ারা বাজারে ফ্রি ডায়াবেটিক ও হাইপারটেনশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। রক্তের গ্রুপ নির্ণয়,হাই প্রেসার ও ডায়াবেটিস পরিক্ষাসহ ১৩০ রোগীকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করেন ডা.অঙ্কুর দত্ত । এটা ছিল  ডাঃ অংকুর দত্তের উদ্যোগে ৭৩-তম ফ্রি মেডিকেল ক্যাম্প।

শুক্রবার (১৭ নভেম্বর) এ ক্যাম্প অনুষ্ঠিত হয় ।

এবারকার স্লোগান ছিল গর্ভবতী মায়েদের মধ্যে প্রতি ৭ জনে একজন ডায়াবেটিসের আক্রান্ত।২০৪০ সালের মাঝে তা ৪০ মিলিয়নে ছাড়িয়ে যাবে। এটা প্রতিরোধের জন্য দরকার সচেতনটা । এ আলোকে ১৭.১১.১৭ ডাঃ অংকুর দওের ৭৩ নাম্বার ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।

এছাড়া চিকিৎসা সেবায় সাহায্য করেন ঠাকুরপাড়া ম্যাটসের ইন্টানি চিকিৎসক নিমাই সরকার, শহীদ স্মৃতি ম্যাটসের ৩য় বর্ষের ছাত্র  কাউসার আলম।এছাড়া সহযোগিতায় ছিলেন সার্ভেয়ার,নভোনরডিস্ক,স্কয়ার ও এরিস্টোফার্মা কোম্পানি ও তার প্রতিনিধিগণ।হেল্থ ক্যাম্পটি সেন মেডিকেল হল ,চৌয়ারা বাজারের প্রোপ্রাইটর দয়ার মনি সেন এর দোকানে অনুষ্ঠিত হয়।দোকানের সার্বিক সহযোগিতা করেন দয়াল মনি সেনের ছেলে সাগর সেন।

আর পড়তে পারেন