বৃহস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ট্রেনে অভিযান: ৮৭ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৪, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৮৭ লাখ ৭ হাজার ৮০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান।

অভিযানকালে ট্রেনের বিভিন্ন বগি থেকে মালিকবিহীন অবস্থায় নিম্নোক্ত চোরাচালান পণ্য জব্দ করা হয় অলিভ অয়েল ১৫৮ বোতল, ডেরোবিন ক্রিম ১,১২০ পিস,
স্কিন সাইন ক্রিম ৮৬০ পিস,
জনসন বেবি লোশন ১,৩৩০ পিস,আতশবাজি ৩ লাখ ৪০ হাজার ৬০০ পিস।

বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আর পড়তে পারেন