বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ মো. জসিম উদ্দিন (৪০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে কোতোয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউপির বিষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জসিম বিষ্ণপুর গ্রামের বাসিন্দা। এ সময় আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক প্রযুক্তির ৭.৬৫ এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ডিবির এসআই বিল্লাল হোসেন।

ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের অদূরে এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি ফোর্স সন্ত্রাসী জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় অত্যাধুনিক ওই অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭টি মামলা রয়েছে।

ডিবির এসআই বিল্লাল হোসেন জানান, অস্ত্রটি স্বয়ংক্রিয়। গ্রেফতার জসিম পেশাদার সন্ত্রাসী। তার কাছে আরও আগ্নেয়াস্ত্র আছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিবির ওসি শামছুল আলম শাহ জানান, নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রটি ব্যবহারের পরিকল্পনা ছিল। যারা নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র সংগ্রহ করছে তাদেরকে গোয়েন্দা নজরদারি আওতায় আনা হচ্ছে। কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।

আর পড়তে পারেন