কুমিল্লার তমাল এবার জয় করলেন পৃথীবির “অষ্টম” সর্বোচ্চ পর্বতশৃঙ্গ “মানাসলু”

পৃথীবির “অষ্টম” সর্বোচ্চ পর্বতশৃঙ্গ “মানাসলু” জয় করার লক্ষ্যে গত ১লা সেপ্টেম্বর যাত্রা শুরু করেন তিনি। (২৪ সেপ্টেম্বর) বুধবার দিবাগত রাত্রি ৩টায় “মানাসলু” পর্বত জয় করেন তিনি।
পর্বতে তমালের উল্লেখযোগ্য কিছু সাফল্য গুলো হলো, মাউন্ট আমা দাবলাম (৬ হাজার ৮১৪ মিটার), ভাগীরথী-২ (৬ হাজার ৫১২ মিটার), আইল্যান্ড পিক (৬ হাজার ১৬০ মিটার), থারপু চুলি (৫ হাজার ৬৯৫ মিটার), মাউন্ট কানামোসহ (৫ হাজার ৯৭০ মিটার। নতুন করে যুক্ত হলো “মানাসলু” যার উচ্চতা ৮১৬৩ মিটার।
তৌফিক আহমেদ তমালের বেড়ে ওঠা কুমিল্লায়। পাহাড়ের প্রতি এক অন্যরকম ভালোলাগা কাজ করে কলেজে পড়ার সময় থেকে। পাহাড়ে পাহাড়ে ভ্রমণ করতে করতে একসময় এই পাহাড়ই হয়ে ওঠে তার আরেক ঠিকানা। যেখানে তার বেশিরভাগ সময়ই তিনি অতিবাহিত করেছেন।
তৌফিক আহমেদ তমাল ২০১৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন। তবে পাহাড়ের ভালোবাসায় তিনি চাকুরীতে স্থীর থাকলেন না।
পরের বছর চাকরি ছেড়ে ভ্রমণ আয়োজনকেই পেশা হিসেবে নিয়েছেন। প্রথম দিকে পর্যটকদের গাইড হিসেবে দেশের পাহাড়ে নিয়ে যেতেন। তারপর ভ্রমণ পরিচালনা শুরু করেন ভারত ও নেপালের বিভিন্ন পাহাড়গুলোতে । তমাল এভারেস্ট বেজক্যাম্প, অন্নপূর্ণা বেজক্যাম্পসহ বিভিন্ন গন্তব্যে গাইড হিসেবে বাংলাদেশিদের নিয়ে যান।
তার পাহাড়ের প্রতি ভালোবাসা দেখে বাংলাদেশের তরুণ প্রজন্মরাও পাহাড়ের প্রতি ভালোবাসা প্রেমী হয়ে উঠেছে এবং তাদের ভ্রমণের অন্যতম স্থান পাহাড়কে বেছে নিয়েছেন।
তমালের এই অর্জনকে সাধারণ মানুষেরা শুধু তমালের গর্ব বলে আখ্যা দেননি বরং তারা এই অর্জনকে “কুমিল্লা”-র একটি গৌরবময় অর্জন হিসেবে দেখছেন।