মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার দেবিদ্বারে ফুটপাতের অবৈধ দোকানপাট সরিয়ে নেয়ার নির্দেশ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৭, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে যানজট নিরসনে ফুটপাতে অবৈধভাবে দোকান পরিচালনা না করার নির্দেশ দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

শনিবার বিকেলে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান পরিচালনা কারিদের এই নির্দেশনা প্রদান করা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জায়গায়, যেখানে কাঁচা বাজার প্রতিস্থাপন করা হয়েছে সেখানে বসে বাজার পরিচালনা করার জন্য দোকানদারদেরকে তিনি বলেন।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও আশিক উন-নবী তালুকদারসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।

তবে দোকানদাররা অভিযোগ করছেন, ওইখানে কেনাবেচা করার মত তেমন কোনো পরিবেশ নাই, যদি পরিবেশ করে দেয়া যায় তবে তারা ফুটপাত ছেড়ে দিয়ে ওই স্থানে গিয়ে বসবে।

তবে বাজারঘুরে অনেকের সাথে কথা বলে জানা গেছে, আগে যারা ফুটপাত দখল করে কেনাবেচা করত তাদেরকে ওই স্থানে জায়গা করে দেয়ার পরেও, তাদের পরিবারের একাধিক লোক এখন দুই জায়গাতেই ব্যবসা পরিচালনা করছেন।

আর পড়তে পারেন