বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার মেঘনায় দাবীকৃত চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে স্বপরিবারে হত্যার হুমকি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৩, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় দাবীকৃত চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভার আয়োজন করেছেন উপজেলার মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।

মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোস্তফা কামাল ও তার পরিবারের লোকজনদের স্থানীয় প্রভাবশালী কাউছার ও তার বাহিনী প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে উপজেলার মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী শুক্রবার বিকালে স্থানীয় মুক্তিযোদ্ধা ভবনে এ প্রতিবাদ সভা করেন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গাফফার হাউদ,আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন ফারুক প্রমুখ।

আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানান বক্তারা।

এর আগে গত বৃহস্পতিবার ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বাদী হয়ে উপজেলার হরিপুর এলাকার শাহজাহানের ছেলে কাউছার আহম্মেদ এবং একই এলাকার আমানউল্লাহ, মোখলেছুর রহমান, মাঝহারুল জয়নাল, ওয়াসিম, রাকিব,সুমন, আমিন, মমিন, হযরত আলী, রানা,দুলাল ও রিপনসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মেঘনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আর পড়তে পারেন