শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আনোয়ারুল আজিমের লিখিত অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১০, ২০১৮
news-image

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
কুমিল্লা-৯ আসনে রির্টানিং কর্মকর্তার কাছে রোববার লিখিত অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী কর্নেল (অব.) এম.আনোয়ারুল আজিম।
নেতাকর্মীদের উপর হামলা-মামলা, বাড়িঘর ভাংচুসহ পুলিশ দিয়ে হয়রানীর অভিযোগ তুলেছেন বিএনপির এ প্রার্থী।

কুমিল্লা ডিসি ও রির্টানিং কর্মকর্তা মো.আবুল ফজল মীরের কাছে প্রতিকার চেয়ে এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার অনুরোধে প্রার্থী স্বাক্ষরিত এ অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগপত্রটির সঙ্গে বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা আহত বিএনপি নেতাকর্মীদের স্থির ছবিসহ সংযুক্ত করে দেন।

অভিযোগপত্রে বিএনপির প্রার্থী উল্লেখ করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের ক্যাডার বাহিনী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনা চালাচ্ছে। এমন অন্তত আটটি হামলা ও ভাংচুরের ঘটনার স্থিরছবিসহ অভিযোগ করেন।

এত ঘটনার পরও প্রশাসন চুপ কেন এমন অভিযোগ করে বিএনপি প্রার্থী।

লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক মো.রফিকুল ইসলাম হীরা জানান, বিএনপির প্রার্থী যে অভিযোগগুলো করেছেন সেগুলো আদৌ সঠিক নয়। সবগুলো মিথ্যা বানোয়াট। নির্বাচন বানচাল করতে মিথ্যা অভিযোগ দিয়েছেন। উনি যদি সঠিক থাকতেন তাহলে এলাকায় আসতেন। নেতাকর্মীদের নিয়ে কাজ করতেন। সেগুলো না করে দূর থেকে প্রপাগন্ডা ছাড়িয়ে যাচ্ছেন।

বিএনপির প্রার্থীর অভিযোগের বিষয়ে নিয়ে কুমিল্লা ডিসি ও জেলা রির্টানিং অফিসার মো. আবুল ফজল মীর জানান, অভিযোগ পেয়েছি। এ নিয়ে জেলা পুলিশের সঙ্গে কথা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত দেয়া হয়েছে।

আর পড়তে পারেন